এ কায্যালয় থেকে আপনি যে সেবা/ সহযোগিতা পেতে পারেন :
ক্র:নং | সেবার খাত সমুহ |
(০১) | প্রাথমিক সমিতি(পুরুষ ও মহিলা) গঠন, ঋণ গ্রহণের পরামর্শ প্রদান ও এতসংক্রান্ত যাবতীয় তথ্য এবং ফরম সরবরাহ করা হয়। |
(০২) | সদস্যদের শেয়ার ও সঞ্চয় আমানত সংগ্রহের মাধ্যমে নিজস্ব পুজি গঠন। |
(০৩) | প্রাথমিক সমিতি সদস্যদের সহজ শর্তে সোনালী ব্যাংক থেকে ঋণ প্রদান। |
(০৪) | সমিতির সদস্যদের উৎপাদিত পন্য বাজারজাত করনের সুযোগ সৃষ্টি এবং নয্য মুল্য প্রাপ্তির সহায়তা করা। |
(০৫) | নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সচেতনতা বৃদ্ধি।নারী নিযাতন ও যৌতুক প্রাথা নির্মূলে সচেতনতা বৃদ্ধি করা। |
(০৬) | বৃক্ষরোপন ও স্যানিটেশন সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি কল্পে পরামর্শ ও সহযোগিতা প্রদান। |
(০৭) | গ্রামীন দারিদ্র মানুষের আর্খ সামাজিক উন্নয়ন সহযোগিতা প্রদান। |
(০৮) | উপজেলায় বসবাসরত যে কোন ব্যাক্তি কে সেবা সংক্রান্ত তথ্য প্রদানে এ অফিস প্রতিশ্রুতিবদ্ধ। |
(০৯) | ঋণ বাবদ মঞ্জুরীকৃত সমুদয় টাকা বুঝে নিন।সমুদয় টাকা বুঝে না পেয়ে ঋণ বিতরন সনদে স্বাক্ষর করবে না। |
আজই আপনি উপজেলা প্রকল্প কর্মকর্তার(পজীপ) এর সাথ যোগাযোগ করে আপনার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা পরিবর্তনের সুযোগ নিন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস